পাটকেলঘাটা প্রতিনিধি: বুধবার সন্ধ্যায় পাটকেলঘাটার খলিশষখালী ইউনিয়ন পরিষদ আয়োজিত কাত্যায়নি পূজা উপলক্ষে স্থানীয় পূজা মণ্ডপে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতারণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়র শেখ মুজিবর রহমান। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজ্ফ্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম, জেলা কৃষকলীগ সভাপতি বিশ্বজিৎ সাধু, সাংবাদিক মল্লিক সুধাংশু, নারায়ন চন্দ্র মজুমদার, শিক্ষক মধুসুদন পাল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সমীর দাশ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অসীম চক্রবর্তি। এদিকে আলোচনা সভা শুরুর প্রাক্কালে প্রতিবন্ধী কাশিয়াডাঙ্গা গ্রামের মন্টু তরফদারের ছেলে নয়ন তরফদার (১৩), টিকারামপুর গ্রামের আমজেদ গাজীর মেয়ে রুমা খাতুন (১১), একই গ্রামের আব্দুল গণি খা’র ছেলে হোসেন খা (১৩) ও এনায়েতপুর গ্রামের আ™ুল মজিদ শেখের ছেলে রহিম শেখ (১৩) কে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় স্থানীয় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট