প্রেসবিজ্ঞপ্তি: “যুব অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হও, সাম্প্রদায়িক জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদ মোকাবেলা করো, ঘুষ দুর্নীতিমুক্ত চাকরির নিশ্চয়তা চাই” শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় পুরাতন আইনজীবী সমিতি ভবনে সাতক্ষীরা জেলা শাখার ৫ম কাউন্সিল অনুষ্ঠিত হবে। উক্ত কাউন্সিল অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ যুবমৈত্রী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাব্বাহ্ আলী খান কলিন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর। উক্ত কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ যুব মৈত্রী সাতক্ষীরা জেলার সকল উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।