পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যানপ্রার্থী খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে পাইকগাছা-কয়রা সংসদ সদস্য এ্যাডঃ শেখ নূরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খুলনা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মাসুদুর রহমান, জেলা যুগ্ম সম্পাদক গাজী আব্দুল হাদী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, নূর আলী খান পল্টু, নূরে আলম খন্দকার, জয়ন্তী রাণী, সরদার জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান স.ম. বাবর আলী, মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, আবুল বাশার বাবুল সরদার, রতন কুমার ভদ্র, শেখ মনিরুল ইসলাম, আনিছুর রহমান মুক্ত, জামিল খান, মুশফিকুর রহমান সাগর, বিধান চন্দ্র রায়, এস,এম, সামছুর রহমান, শহিদ হোসেন বাবুল, চেয়ারম্যান জুনায়েদুর রহমান, জোয়াদুর রসুল বাবু, এস,এম, এনামুল হক, রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, দিবাকর বিশ্বাস, আব্দুল হামিদ প্রমুখ। এর পূর্বে জেলা পরিষদের প্রশাসক মধুমিতা পার্কের জেলা পরিষদের জায়গায় নির্মিত আ’লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন।
পূর্ববর্তী পোস্ট