নিদাহাস ট্রফির ফাইনাল খেলার যোগ্যতা সবার আগে নিশ্চিত করে ভারত। শুক্রবার উত্তেজনাপূর্ণ ম্যাচে লঙ্কানদের ছিটকে দিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ৷ আজ রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবেন সাকিবরা৷
রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে ফাইনালে ভারতের অন্যতম দুশ্চিন্তার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ফাইনালে বাংলাদেশের বড় বাজি হতে চলেছেন ফর্মে থাকা মাহমুদুল্লাহ৷
শুক্রবার লঙ্কানদের বিপক্ষে টেলএন্ডারদের নিয়ে বলতে গেলে একাই লড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গ্যালারি ভর্তি লঙ্কানদের সমর্থকদের সামনে স্নায়ুচাপকে সরিয়ে ১৯তম ওভারের ৫ বলে ১১ রান এবং শেষ ওভারের ৩ বলে ১২ রান নিয়ে উল্লাসে মেতে উঠেন এই অলরাউন্ডার।
এদিকে তামিমের ব্যাটেও রান আসছে৷ বল হাতেও ভালো জায়গাতে রয়েছেন রুবেলরা৷ ভারতের সঙ্গে আগের ম্যাচটিতে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে রোহিত ও রায়নার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন এই বাংলাদেশী পেসার৷ দলে ফিরেছেন সাকিব আল হাসান। তার সব ছাপিয়ে মাহমুদুল্লাহর গত ম্যাচের সেই ‘ফিনিশিং’ ভারতকে আলাদাভাবে তাকে নিয়ে পরিকল্পনা করতে বাধ্য করছে।