সেলিম হায়দার, ডেইলি সাতক্ষীরা: তালায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কুমিরা ও তেঁতুলিয়া ইউনিয়নের সহযোগিতায় এডুকেশন ইক্যুইটি ফর আউট অফ স্কুল চিলড্রেন (ইইওএসসি) প্রজেক্ট এবিএল ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ অংগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শনিবার সকালে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এরফান আলী সরদার,জাগরনী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা বদরুল আলম,লিলিমা খাতুন,রাকীবুল্লাহ বাহার,ইউপি সদস্য আব্দুল গণি সরদার,ইউপি সদস্য মোছাঃ ছায়েরা বানু,শিক্ষক অনুরুপ কুমার ঘোষ।
এছাড়াও শনিবার সকালে উপজেলার মদন পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন উদায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আক্তার, জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা নরেশ চন্দ্র মিস্ত্রিী, রেক্রনা খাতুন, তাসলিমা খাতুন, ইমদাদুল সরদার, ছাত্রলীগনেতা আব্দুল আলীম প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট