ফিলিপাইনের মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও অপর ২১ জন আহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। বুধবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আঞ্চলিক পুলিশের নারী মুখপাত্র ইমেল্ডা টোলেন্টিনো জানান, মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের এক পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। গাড়িটি রাজধানী ম্যানিলা যাচ্ছিল।
তিনি আরও জানান, উদ্ধার কর্মীরা গাড়িটি থেকে হতাহতদের উদ্ধার করেছে।
টোলেন্টিনো এএফপি’কে বলেন, ‘চালক কেন বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিল তা পুলিশ তদন্ত করে দেখছে।’
ম্যানিলার প্রায় ১৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাবলায়ান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।