গাজায় ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরাইলি সেনাদের নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠকে বসছে আরব লিগ। শুক্রবার গাজায় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৭ জন ফিলিস্তিনি নিহত হওয়ার প্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হলো। খবর মিডলইস্ট মনিটরের।
রোববার আরব লিগকে এই বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছিল ফিলিস্তিন। কায়রোতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দিয়াব আল লুহ বলেছিলেন, ‘পদযাত্রার বিরুদ্ধে ইসরাইলি অপরাধের’ বিরুদ্ধে বৈঠকে বসা জরুরি।
সোমবার আরব লিগের ফিলিস্তিন ও দখলকৃত আরব এলাকাবিষয়ক সহকারী মহাসচিব সাইদ আবু আলী এই তথ্য নিশ্চিত করেন। বৈঠকে সৌদি আরব সভাপতিত্ব করবে।
দিয়াব আল লুহ বলেন, আরব লিগকে বৈঠকে বসার জন্য তার দেশ প্রস্তাব দিয়েছেন। আরব লিগের পক্ষ থেকে জানানো হয় গাজা উপত্যকায় চলমান ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা।