দুই দশক আগে রাজস্থানে সিনেমার শ্যুটিংয়ে গিয়ে বেআইনিভাবে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে বলিউড তারকা সালমান খানকে পাঁচ বছরের সাজা দিয়েছে ভারতের যোধপুরের একটি আদালত।১৯৯৯ সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দায়ের করা এ মামলার অপর আসামি অভিনেতা সাইফ আলি খান এবং অভিনেত্রী টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম কোঠারিকে খালাস দিয়েছেন বিচারক।
এনডিটিভির খবরে বলা হয়, ৫২ বছর বয়সী সালমান রায় শুনতে কারাগারে এসেছিলেন তার কালো রঙের ‘লাকি’ শার্টটি পরে।
কিন্তু দোষী সাব্যস্ত হওয়ায় এখন তাকে থাকতে হবে যোধপুর কেন্দ্রীয় কারাগারে, যেখানে ২০০৬ সালেও পাঁচ রাত কাটাতে হয়েছিল তাকে।
এর আগে মুম্বাইয়ে সালমানের গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২০১৫ সালে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতের একটি আদালত। তবে পরে উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় খালাস পান।