নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা রেবাসী প্রাণের দাবি প্রাণসায়র খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করার বহু মিটিং-ছিটিং সত্ত্বেও এবিষয়টির কোন অগ্রগতি লক্ষ্যণীয় নয়। অথচ দিনদুপুরে অফিস চলাকালীন সময়ে প্রাণসায়র খালে বাধ দিয়ে পানি সেচে মাছ ধরছে একটি চক্র। অথচ পৌর কর্তৃপক্ষের কোন হস্তক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকদের অনেকে।
রবিবার দুপুরে জনৈক মোজামের নেতৃত্বে পৌর সাবেক মেয়র এম এ জলিলের বাড়ি সংলগ্ন স্থান থেকে কেষ্ট ময়রার ব্রিজ পর্যন্ত খালে বাধ দেয় এবং মেশিন লাগিয়ে পানি সেচ শুরু করে। স্থানীয়রা বাধা দিলেও সেচের কাজ চালিয়ে যাওয়া ব্যক্তিরা দাবি করেন তারা একাজের জন্য পৌরসভা থেকে অনুমতি নিয়েছেন।
এঘটনায় পৌরবাসীদের অনেকেই জানান, খালে বাধ দিয়ে এভাবে পানি সেচে মাছ ধরার কোন সুযোগ নেই। কিন্তু অজানা কারণে পৌর কর্তৃপক্ষ নিরব।
এদিকে প্রাণসায়র খালের দুধারে সৌন্দর্য বর্ধনের ৩২ লক্ষ টাকার কাজ ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও তার কোন অগ্রগতি চোখে পড়ছে না। তাতে আবার খালের কিছু অংশে বাধ দিয়ে মাছ শিকারে ব্যস্ত স্বার্থন্বেষী মহল।
এবিষয়ে ওই চক্রের হোতা মোজামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পৌরসভা থেকে অনুমতি নিয়ে মাছ ধরছি।
এঘটনায় রবিবার দুপুর ২টার সময় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত ০১৭৬১-৭০২৭৩০ নাম্বারে কয়েকবার ফোন দিলেও তিনি তা রিসিভি করেন নি।
পূর্ববর্তী পোস্ট