হলগুলোতে কাউকে যেন হয়রানি করা না হয় সে দাবি জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জানের সঙ্গে দেখা করতে গিয়ে এ দাবি জানায় তারা।
এ সময় কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীদের নির্ভয়ে হলে থাকতে পারা, ক্যাম্পাস বহিরাগতমুক্ত করা, অতিরিক্ত যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে গেট করার দাবি জানায় কমিটির সদস্যরা।
কাউকে হয়রানি করা হবে না বলে উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন। উপাচার্য তাদেরকে বহিরাগতমুক্ত করতে ব্যবস্থা নিবেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারী শনাক্ত করবেন বলেও আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে কেন্দ্রীয় কমিটি উপাচার্যের বাসায় হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক ফারুখ হাসান, নুরুল হক প্রমুখ।