নিজস্ব প্রতিবেদক : জাতীয় শ্রমিক লীগ-সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শ্রমিক লীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ-সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক চালক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মো. গাউস আলী সরদার, সদর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. জাহিদ হোসেন খান, সদস্য মো. আজিজুল হক, মো. অলিউর রহমান মুকুল, মো. ইউছুফ আলী, মো. সিরাজুল ইসলাম, রাজা ইনতেশার, পরিমল কুমার সরকার, মো. মফিজুল ইসলাম, মো. কওছার আলী, মো. তুহিন হোসেন, মো. ইমরান হোসেন, মো. ইব্রাহিম, শেখ মোজাফ্ফার হোসেন, এস.এম রনি কামাল, জাহাঙ্গীর হোসেন বাবলু, মো. তবিবার রহমান, মো. জিয়ারুল ইসলাম, মো. মোসলেম আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মো. বাবু শেখ, নির্মল মজুমদার, মো. হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগ-সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মেলন সফল করার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং আগামী পহেলা মে দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী পবিত্র রমজানের পূর্বে সদর উপজেলা সকল ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জামাত-বিএনপির নাশকতা কর্মকান্ডের বিরুদ্ধে সকলকে ঐক্য বদ্ধ হয়ে মোকাবেলা করার আহবান জানান হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানসহ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির নের্তৃবৃন্দ।
সদর উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা
পূর্ববর্তী পোস্ট