কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঘুষ খোর, দূর্নীতিবাজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরনের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু হয়েছে। নানাবিধ ঘুষ, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার কারণে সুনাম গঞ্জ জেলার শাল্লা উপজেলায় বদলী হয়েও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বহাল তবিয়াদে কালিগঞ্জ উপজেলায় যোগদানের অভিযোগ উঠেছে। নানাবিধ দূর্নীতির অভিযোগ ওঠায় দূর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও দূর্নীতি দমন কমিশন বিধি মালা ২০০৭ অনুযায়ী দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশ সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ মোশারাফ হোসেন গত ৯ এপ্রিল ৯১১নং স্মারকে তদন্তের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার কে চিঠি দিয়েছেন। সূত্র মতে কালিগঞ্জ উপজেলার ঘুষ খোর, দূর্নীতিবাজ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরণ কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর মাহবুবুর রহমান স্বাক্ষরিত গত ২৬ ফেব্রুয়ারী ৩৭.০২.০০০.১০১.১৯.০০৬.১৬-৬৪৫২/১৪ নং স্মারকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুনাম গঞ্জ জেলার শাল্লা উপজেলায় বদলী করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী জনস্বার্থে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে তাকে বিমুক্ত করা হয়। সে অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারী আজিজুর রহমান কিরন দায়িত্বভার অর্পন করেন এবং সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস,এম আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব ভার গ্রহন করেন। ঐদিন উঃমাঃশিঃঅঃ/কালি/সাত/২০১৮/৩২(১৪) নম্বর স্মারকে মহা হিসাব রক্ষক (সিভিল) বাংলাদেশ কে পত্র দিয়ে অবগত করা হয়। বদলীর খবর শুনে দূর্নীতিবাজ আজিজুর রহমান বদলী থাকাতে ঢাকা প্রশাসনিক সিনিয়র জেলা জর্জ আদালতে ট্রাইবুনাল একে একটি এ.টি মামলা করে মামলা নং-৮৪/২০১৮, উক্ত মামলায় শিক্ষা সচিব সহ ৪ জন কে ৭দিনের কারণ দর্শানো নির্দেশ দেওয়া হয়। উক্ত কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় গত ১৪ই মার্চ বিজ্ঞ আদালত তার বদলী আদেশ স্থগিত করেন। এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কোন নির্দেশনা এবং কাগজ পত্র ছাড়াই আজিজুর রহমান কিরণ সরাসরি কালিগঞ্জ উপজেলায় যোগদান করেছে। বর্তমান অধিদপ্তরের কোন নির্দেশনা ছাড়াই হিসাব রক্ষন অফিস থেকে বেতন ভাতা উত্তোলন করে বহাল তবিয়াদে কাজ করে গেলেও জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, আব্দুল্লাহ আল মামুন বলেন তার যোগদান গৃহীত হয়নি এবং সেটা নিয়ম বহিঃভূত। অফিসের পাসওয়ার্ড ব্যবহার এবং যাবতীয় কাজ তিনি করছেন বলে জানান। তিনি আরও বলেন আজিজুর রহমান কিরন গায়ের জোরে অনিয়মতান্ত্রিক ভাবে অফিস করায় আমি উদ্ভুত পরিস্থিতির নির্দেশনা প্রদান প্রসংগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক কে লিখিত ভাবে গত ২৯ শে মার্চ জানানো হয়েছে। এদিকে শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরণ কালিগঞ্জ উপজেলায় ফিরে আসায় শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ ও আতংঙ্ক বিরাজ করছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছে।
পূর্ববর্তী পোস্ট