আসন্ন খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে আগারাগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ এ কথা জানান। বেলা ১১টায় নির্বাচন কমিশনের সাথে দুই সিটির মেয়র নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিব জানান, নির্বাচন অস্থিতিশীল হতে পারে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন গুজব না ছড়ায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবে। আর এসব কিছুই তদারকি করবে বিভাগীয় সমন্বয় কমিটি। এসময় এসপি হারুন সম্পর্কে এক প্রশ্নের জবাবে সচিব জানান, প্রশাসনের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কমিশন ব্যবস্থা নেবে।