দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অবৈধ স্থাপনা গরুর বিটের বহনকৃত ট্রাকের ধাক্কায় নবনির্মিত কংক্রিটের যাত্রিসেবা ঘরটি গাড়ির আঘাতে ভেঙ্গে নষ্ট করে দিয়েছে। উপজেলার সদর ইউনিয়নে পাঁচপোতা কমিউনিটি ক্লিনিকের সম্মুখে রুগি ও পথচারিদের বসার জন্য নির্মিত যাত্রিছাউনি নির্মাণ করা হচ্ছে। চলতি বছরের নভেম্বর মাসে কাজ সম্পন্ন হলেও সেটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে ব্যবহারের আগেই। এলাকাবাসি জানান, শুক্রবার দিবাগত রাতে গরু নিতে আসা ট্রাক পার্কিং করার সময় যাত্রিসেবার ঘরটিতে সোজরে কয়েটি ধাক্কা দিলে যাত্রিসেবা ঘরটির মুল পিলার আঘাত প্রাপ্ত হয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরে শুক্রবার সকালে স্থানীয়রা ইউপি সদস্য, চেয়ারম্যানসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবৈধ্য বিট বন্ধের দাবি করেছেন।