স্পোর্টস ডেস্ক: দুদিন আগেই ইউরোপা লিগের ফাইনালে চোটের কবলে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার দিমিত্রি পায়েট। তিনি যে থাকছেন না ফ্রান্সের বিশ্বকাপ মূল স্কোয়াডে, তেমনটা ছিল নিশ্চিত। এবার যখন ২৩ সদস্যের দল ঘোষণা করলেন ফরাসি কোচ দিদিয়ে দেশম, তখন দল দেখে চমকে যেতে হলো অনেককেই।
ইনজুরি কেড়ে নিয়েছে পায়েটের বিশ্বকাপ। তবে দলে জায়গা হয়নি দুই ফরোয়ার্ড আলেকজান্দ্রে লাকাজেত ও অ্যান্থনি মার্শিয়ালের। করিম বেনজেমা থাকছেন না, অনুমিত ছিল তেমনটাই। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড শেষমেশ টিকলেন না ২৩ সদস্যের দলে।
আতলেটিকো মাদ্রিদের হয়ে সদ্যই ইউরোপা লিগ জেতা অতোয়ান গ্রিজম্যান রয়েছেন দলের আক্রমণভাগে। প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়াম এমবাপের সঙ্গে রয়েছেন বার্সেলোনা তারকা উসমানে দেম্বেলে। দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবাও।
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের জায়গা হয়েছে ‘সি’ গ্রুপে। ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপ পর্বে লড়তে হবে পেরু, অস্ট্রেলিয়া ও ডেনমার্কের সঙ্গে। ১৬ জুন অসিদের বিপক্ষে ফ্রান্স মাঠে নামবে ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচে।
রাশিয়া বিশ্বকাপের ২৩ সদস্যের ফ্রান্স দল :
গোলরক্ষক : হুগো ইয়োরিস, স্টিভ মানদান্দা, আলফনস আরিলা।
ডিফেন্ডার : জিবরিল সিদিবে, বেঞ্জামিন পাভার্দ, রাফায়েল ভারানে, স্যামুয়েল উমতিতি, প্রেসনেল কিমপেম্বে, আদিল রামি, বেঞ্জামিন মেন্ডি, লুকাস হার্নান্দেজ।
মিডফিল্ডার : পল পগবা, কোরেনতিন তোলিসো, ব্লেইস মাতুদি, এনগোলা কানতে, স্টিভেন জঞ্জি।
ফরোয়ার্ড : অতোয়ান গ্রিজম্যান, অলিভিয়ের জিরুদ, কিলিয়ান এমবাপে, উসমানে দেম্বেলে, ফ্লোরিয়ান থাউভিন, নাবিল ফেকির, থমাস লেমার।