বিনোদন ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ হলেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। সেন্ট জর্জেস চ্যাপেল গির্জায় শনিবার (১৯ মে) গ্রিনিচ সময় বেলা ১১টার দিকে হ্যারি-মেগানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আর বান্ধবীর এ বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রাজকীয় ঢঙেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে সুন্দরী প্রিয়াঙ্কাকে।
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন তিনি। ওই হোটেলের একটি বিশ্বস্ত সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
অফিসিয়াল ইনস্টাগ্রামেও বাংলাদেশে অবস্থান করার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ৩৫ বছর বয়সী এই বলিউড তারকা।
জানা গেছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে গত বছর সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা।
কিছুদিন আগেই এক অনুষ্ঠানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শরণার্থীদের বিষয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।’
প্রিয়াঙ্কা চোপড়া এবারের সফরে কতদিন বাংলাদেশে অবস্থান করবেন, তার বিস্তারিত কিছু জানা যায়নি। কোনো এক কারণে তার এ সফরের বিষয়টি আপাতত গোপন রাখা হয়েছে।
এদিকে গত শনিবার যুক্তরাজ্যের উইন্ডসরের সেন্ট জর্জেস চ্যাপেলে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও অভিনেত্রী মেগান মার্কেলের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়। ওই সময় রাণী এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম, কেড মিডলটনসহ রাজ পরিবারের সদসবৃন্দ, ৬০০ আমন্ত্রিত অতিথি ও আড়াই হাজারেরও বেশি সাধারণ মানুষ এ বিয়েতে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন- আমেরিকান টক শো হোস্ট ওপরাহ্ ইউনফ্রে, অভিনেতা জর্জ ক্লুনি, ইদ্রিস এলবা, সেরেনা উইলিয়ামস, গায়ক জেমস ব্লান্ট। হলিউড তারকা জর্জ ক্লুনি এবং তার স্ত্রী আমাল। ইদ্রিস এলবা এবং তার ফিঁয়ান্সে সাব্রিনা ধৌরি। প্রিন্স হ্যারির দীর্ঘদিনের বন্ধু গায়ক জেমস ব্লান্ট এবং তার স্ত্রী সোফিয়া ওয়েলেসলি। প্রিন্স হ্যারির মামা ও প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেন্সার। সাথে তার স্ত্রী ক্যারেন। সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া প্রমুখ।
তবে ব্রিটিশ রাজ প্রাসাদে মহাধুমধাম পূর্ণ এই বিয়েতে বলিউডের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বান্ধবী মেগানের নতুন জীবনের সূচনায় দারুণ খুশি এই সুন্দরী নায়িকা। ইনস্টাগ্রামে মেগান ও হ্যারিকে হৃদয়ছোঁয়া এক শুভেচ্ছাবার্তা দেন তিনি।
সেই বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর এবার বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য ইউনিসেফ’র গুডভিল অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।