নিজস্ব প্রতিবেদক: “শ্রম কখনো সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদে এ প্রতিনিধি সভা ও জেলা কমিটির পূর্নগঠন অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম মমতাজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল। সমাবেশে উদ্বোধক ছিলেন জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা জাসদের সদস্য ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, জাসদ জেলা কমিটির আহবায়ক কামাল, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সহ-সভাপতি শেখ জাকির হোসেন, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি আনোয়ার হোসেন, জেলা কমিটির সদস্য রেজাউল করিম রেজা, প্রবন মূখার্জী, সহিদুজ্জামান শুভ, ছাত্রলীগ সভাপতি অনুপম কুমার অনুপ, যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। অথচ দেশের সব কিছুর উন্নয়ন হলেও এই শ্রমিকদের ভাগ্যের কোন উন্নয়ন আজও পর্যন্ত ঘটেনি। শ্রমিকদের অধিকার আদায় করতে হলে বসে থাকলে চলবে না। সকল ভেদাভেদ ভুলে শ্রমিক জোটের ছায়াতলে আসার আহ্বান জানান বক্তারা। সমাবেশে মোঃ রেজাউল করিম কে সভাপতি, আবু সেলিম সাধারণ সম্পাদক, নাজমুল হোসেন কে সাংগঠনিক করে ৩৫ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক জোট সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন করা হয়। আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট