ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার, ধুলিহর ইউনিয়নের কোমরপুর যুব সংঘের ব্যবস্থাপনায় রোববার বিকালে কোমরপুর ফুটবল মাঠে বঙ্গবন্ধু স্মৃতি আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ব্যাংদহা সোনালী ফিস ২-০ গোলে বেউলা মিতালী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌবর অর্জন করেছে। ধুলিহর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (বাবু) সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবি লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ। জেলা পরিষদের প্রশাসানিক কর্মকর্তা এস.এম. মাহবুবুর রহমান। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী। যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ। ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সামুছুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিছুর রহমান। ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরশাদ আলী। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম। ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এ.এস.আই. সৈয়দ আলী সহ সকল এলাকার সুধী জন। খেলার মাঠ পরিচালনা করেন বাবলু রহমান, আব্দুল মাজেদ, আনারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাহবুবুর রহমান খাঁ। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি একটি রানার ৮০ সিসি মটর সাইকেল ও রানার্সআপ দলের হাতে একটি ফ্রিজ তুলে দেন।
পূর্ববর্তী পোস্ট