স্পোর্টস ডেস্ক: বিপিএলে জয়রথ ছুটছেই খুলনা টাইটান্সের। টানা চতুর্থ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মাহমুদউল্লাহর দল। রোববার তারা মুশফিকুর রহিমের বরিশাল বুলসকে ২২ রানে হারিয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে খুলনা। জবাবে ৩ বল বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয়ে যায় বরিশাল।
ষষ্ঠ ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল খুলনা। সমান ম্যাচে তৃতীয় হারে চারেই থাকল বরিশাল।
১৫১ রান তাড়ায় বরিশালের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে জুনাইদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ফজলে মাহমুদ (০)। চতুর্থ ওভারে শফিউল ইসলামের বলে কেভন কুপারকে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার জীবন মেন্ডিস (২১)। বরিশালের স্কোর তখন ২ উইকেটে ২৫।
তিনে নামা শামসুর রহমানও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ বলে ১২ রান করা শামসুর মাহমুদউল্লাহর বলে ক্যাচ দেন জনাইদকে। বরিশালের স্কোর তখন ৩ উইকেটে ৪৫। অবশ্য চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিম। খুলনার বোলারদের শাসন করের দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন দুজন।
তবে ১৫তম ওভারে চার বলের ব্যবধানে শাহরিয়ার ও থিসারা পেরেরাকে ফিরিয়ে দেন মোশাররফ হোসেন রুবেল। স্কুপ করতে গিয়ে ফাইন লেগে শুভাগতকে ক্যাচ দেন শাহরিয়ার (৩৫ বলে ২৮)। আর পেরেরা শট ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে কুপারের হাতে ধরা পড়েন।
তখনো বরিশালের আশা হয়ে টিকে ছিলেন মুশফিক। কিন্তু ১৬তম ওভারে মুশফিক শফিউলের বলে আরিফুলকে ক্যাচ দিয়ে ফিরলে বরিশালও ম্যাচ থেকে ছিটকে যায়। মুশফিকের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৫।
শেষ চার ওভারে ৪ উইকেট হাতে রেখে বরিশালের প্রয়োজন ছিল ৫৪ রান। কিন্তু পরের ব্যাটসম্যানরা কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পারেন।
১৭ রানে ৪ উইকেট নেন শফিউল। মোট ১৩ উইকেট নিয়ে এই বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারিও এখন এই ডানহাতি পেসার। জুনাইদ ও মোশাররফ নেন দুটি করে উইকেট।