ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ মে) সকালে মৌতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রকাশ্য বাজেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বাজেট অধিবেশনে এবছরের আয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ২০ হাজার ৭০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৬১৯ টাকা।
অধিবেশনে ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে ঘোষিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য মাহফুজা খাতুন, ইউপি সদস্য মুন্সী মশিউর রহমান পলাশ, রবিউল আলম, নজরুল ইসলাম, মীর্জা সাদেক আলী, কাজী হাফিজ উদ্দিন বাবু, ফেরদাউস মোড়ল, রাজিয়া সুলতানা, হামিদা খাতুন, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ, ইমাম সমিতির সভাপতি কাজী একরামুল্লাহ ফারুকী প্রমুখ।
বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যানসহ সদস্যবৃন্দ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট বইয়ের মোড়ক উন্মোচন করেন।
কালিগঞ্জের মৌতলা ইউনিয়নে প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট