আমিনুর, চাম্পাফুল প্রতিনিধি: ২৮ মে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের প্রকাশ্য বাজেট ঘোষণা করা হয়। চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক গাইনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রকাশ্য বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব ডি. এম. মনিরুজ্জামান। ২০১৬-২০১৭ পূর্ববর্তী বছরের প্রকৃত আয় ৩৫৫৫০০ টাকা, ২০১৭-২০১৮ চলতি বছরের বাজেট ( সংশোধিত) ৩৬৩৫০০ টাকা, ২০১৮-২০১৯ পরবর্তী বছরের বাজেট ৫২৬৬১০ টাকা। ২০১৬-২০১৭ পূর্ববর্তী বছরের প্রকৃত প্রাপ্তি ১৬৭৪৩৬০০ টাকা, ২০১৭-২০১৮ চলতি বছরের বাজেট ( সংশোধিত) ১৭০২২১০০ টাকা, ২০১৮-২০১৯ পরবর্তী বছরের বাজেট ১৮৪৫৬৪৭৪ টাকা। ২০১৬-২০১৭ পূর্ববর্তী বছরের প্রকৃত ব্যয় ১৬৭৪৩৬০০ টাকা, ২০১৭-২০১৮ চলতি বছরের বাজেট( সংশোধিত) ১৭০২২১০০ টাকা, ২০১৮-২০১৯ পরবর্তী বছরের বাজেট ১৮৪৫৬৪৭৪ টাকা। বাজেট ঘোষণার পূর্বে উপস্থিতিদের মাঝে বাজেটের সারসংক্ষেপ তুলে দেন। এছাড়া উন্মুক্ত আলোচনায় সাংবাদিক আমিনুরের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আগামী পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য কাজ হবে চাম্পাফুল ইউনিয়ন বাসীর জন্য নিজেস্ব সুপেয় পানির প্লান্ট তৈরি। তিনি আরো বলেন, সর্বোচ্চ তিন মাসের মধ্যে চাম্পাফুল বাসীর পানি সংকট নিরসন হবে ইনশাল্লাহ। বাজেটের সার্বিক সহযোগিতা করে ইউএসএআইডি’ র খাদ্য নিরাপত্তা কার্যক্রম ‘ নবযাত্রা’। বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার।
চাম্পাফুল ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট ঘোষণা
পূর্ববর্তী পোস্ট