ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২১৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক করা বা ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমারের সহিংসতা ও গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে এদের ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৭টা পর্যন্ত নাফ নদ হয়ে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করার সময় ১৪৪ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। পরে তাদের মানবিক এবং চিকিৎসা সহায়তা দিয়ে নিজেদের দেশে ফেরত পাঠানো হয়। অন্যদিকে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত উখিয়া এবং নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় মিয়ানমারের ৭৪ জন নাগরিককে মানবিক সহায়তা ও চিকিৎসা দিয়ে দেশে ফেরত পাঠানো হয়। অর্থাৎ সব মিলিয়ে গতকাল থেকে আজ পর্যন্ত ২১৮ জন রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করেছে বিজিবি।
পূর্ববর্তী পোস্ট