মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর ৯বম দিনের খেলায় তালা উপজেলা দলকে ২-১ গোলে উড়িয়ে জয়লাভ করে সদর উপজেলা দল সেমিফাইনালে উন্নীত হয়েছে।
বুধবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযেগিতায় ৬ষ্ঠ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টর দ্বিতীয় দিনের খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম খান, সদর সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নানসহ অসংখ্য ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন।
সদর উপজেলা দল প্রথমার্ধের খেলায় ১টি গোল করে এবং দ্বিতীয়ার্ধের খেলায় আরো ১টি গোল করে। দ্বিতীয়ার্ধের খেলায় পেনাল্টি থেকে তালা উপজেলা দল ১টি গোল করে। ফলে ৯বম দিনের খেলায় তালা উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে সদর উপজেলা দল অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারি ছিলেন আবু অহিদ বাবলু, সহকারী রেফারি ছিলেন মিজানুর রহমান, সবুজ ও মোশারফ। আগামিকাল বৃহস্পতিবার খেলবে কালিগঞ্জ উপজেলা দল বনাম শ্যামনগর উপজেলা দল।
পূর্ববর্তী পোস্ট