বিনোদন সংবাদ: ‘বউদি’ হিট। দুপুর ঠাকুরপো সিজন টু-তে দেবরদের সামনে রীতিমতো জলওয়া দেখাচ্ছেন ‘ঝুমা বউদি’ ওরফে মোনালিসা। যেখানে দেবরদের মধ্যে ঝড় তুলতে ব্যাগপত্র নিয়ে তাদের এলাকায় হাজির হয়েছেন প্রিয় বউদি। এদিকে দেবররাও তার বউদিকে দেখে যেন উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
কখনো বউদির পাশে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তার দেবররা, আবার কখনো বউদির দিকে তাকাতেই দেবরদের বুকে ঝড় উঠতে শুরু করে। সবকিছু মিলিয়ে দুপুর ঠাকুরপো সিজন টু-এ মোনালিসার ক্যারিশমা কিন্তু অব্যাহত রয়েছে।
ইতোমধ্যে দুপুর ঠাকুরপো সিজন টু নিয়ে ব্যাপকভাবে জল্পনা শুরু হয়েছে। ভোজপুরি অভিনেত্রী মোনালিসা দুপুর ঠাকুরপো-র সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়।
কখনো আবার আগের বউদি স্বস্তিকার সঙ্গে মোনালিসার তুলনা টেনে, সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা।
এক কথায় দুপুর ঠাকুরপো সিজন টু হইচই-এর সিরিজ নিয়ে ব্যাপক ভাবে সরগরম বিনোদন পাড়া।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন–