অনলাইন ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের অন্যতম আলোচনার বিষয় হলো মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর চালানো অমানুষিক নির্যাতন। সেখানে তাদের উপর চালানো হচ্ছে বর্বরতম নির্যাতন এবং হত্যা করা হচ্ছে অসংখ্য রোহিঙ্গাদের।
এ ইস্যুতে এবার বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে ডেকে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার দুপুরে মন্ত্রণালয়ে আসার পর তার সঙ্গে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) কামরুল আহসান।
এসময় মায়ানমারের রাষ্ট্রদূতকে বলা হয়, মায়ানমারের সমস্যা বাংলাদেশের কাঁধে এসে পড়ছে। এতে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন। দ্রুত এ সমস্যা সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তাকে আহ্বান জানানো হয়।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার পর সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে শত শত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। গত কয়েকদিনে ৩শ’ জনেরও বেশি রোহিঙ্গাকে অনুপ্রবেশে বাধা দেয়া হয়েছে।
সম্প্রতি এ রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী আন্দোলন করে।