প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলার সাহিত্য সংস্কৃতিকর্মীদের কল্যানে ‘সাতক্ষীরা সংস্কৃতি কর্মি কল্যাণ সংঘ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইবেরিতে সঙ্গীতশিল্পী আবু আফফান রোজ বাবু’র সভাপতিত্বে সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবু আফ্ফান রোজ বাবুকে আহবায়ক ও কবি স ম তুহিনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় শহরের মুনজিতপুরস্থ মর্নিংসান প্রি-ক্যাডেট স্কুল এ পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়। সভায় বক্তারা সাতক্ষীরা জেলার সংস্কৃতিকর্মীদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার লক্ষ্যে এ সংগঠনকে ভবিষ্যতে আরো শক্তিশালী করার আহবান জানান। সভায় বিশিষ্ট সাহিত্যিক ও আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, প্রবীণ কন্ঠ শিল্পী আমজাদ হোসেন, সাবেক দখিনায়ন সম্পাদক কবি মুফতি আব্দুর রহিম (কচি), কবি মাকছুরা বানু (বেনু), কবিতা পরিষদ সম্পাদক সরদার গিয়াস উদ্দীন আহমেদ সহ অসুস্থ সংস্কৃতিকর্মীদের সুস্থতা কামনা করা হয়। ।
পূর্ববর্তী পোস্ট