কলারোয়া প্রতিনিধি ঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কোন প্যারেড গ্রাইন্ড না থাকা এবং মান সম্মত প্যারেড প্রদর্শন করতে ব্যার্থ হওয়ায় প্রশাসনের আয়োজক (সাব) কমিটি এবং থানা ক্রিড়া সংস্থার কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে এ বছর উন্নত মানের প্যারেড প্রদর্শনের জন্য আগাম প্রস্তুতি নেয়ার সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের আহবান জানান। বুধবার কলারোয়া উপজেলা পরিষদ হল রুমে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় এ কথা বলেন। এ তিনি আরো বলেন, শুধু কয়েকটি খেলা নয়, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাহলে তারা বিজয় দিবসের তাৎপর্য বুঝতে পারবে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিনা আনোয়ার ময়না, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুজ্জামান, ওসি (তদন্ত) মোঃ আক্তারুজ্জামান, বিশিষ্ঠ শিক্ষাবীদ অধ্যক্ষ এম এ ফারুক, সাবেক অধ্যক্ষ আবু নসর, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা খাতুন, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (এরএমও) ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, কলারোয়া জি কে এম কে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, এ্যাড. কামাল রেজা, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, আসলামুল আলম আসলাম, নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়ুব হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা।
পূর্ববর্তী পোস্ট