দেশের খবর: খুলনার জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ জুন) রাষ্ট্রপতির অনুমতিক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবার রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে বলা হয়েছে, জেসমিন আনোয়ার খুলনার জেলা জজের দায়িত্বভার ছেড়ে দিয়ে অবিলম্বে খুলনা আদালতে তার পরবর্তী জ্যেষ্ঠ বিচারিক কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করতে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের দায়িত্ব নেওয়ার পর থেকে জেসমিন আনোয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। সিনিয়র আইনজীবীদের অভিযোগ, বিভিন্ন মামলায় খুলনার বড় বড় মাদক ব্যবসায়ী ও কালোবাজারিদের জামিন দিয়েছেন তিনি। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র আইনজীবীরা আইন মন্ত্রণালয়ে লিখিত আকারে এ অভিযোগ করেন।