বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী আগামী বছর একযোগে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও তার নিজের দেশে প্রকাশিত হবে। বইয়ের নাম ‘আনফিনিশড’। ১৭ বছর বয়সে মিস ইন্ডিয়া নির্বাচিত হয়ে একই বছর মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন প্রিয়াঙ্কা। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন সাবেক এ বিশ্বসুন্দরী।
আত্মজীবনী প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘বইয়ের বিষয়বস্তু হবে আমার মতো সৎ, মজার, আধ্যাত্মিক এবং আমার মতোই বিপ্লবী।আমি সবকিছু ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। আমি কখনই আমার এ যাত্রা নিয়ে নিজের অনুভূতির কথা বলিনি। তবে এবার আমি প্রস্তুত। মতামত প্রকাশের ক্ষেত্রে আমি ভয়হীনভাবেই বড় হয়েছি। আমি মানুষকে বিশেষ করে নারীদের অনুপ্রাণিত করতে নিজের গল্পগুলো বলতে চাই। নারীরা সবসময় বলে তারা সবকিছু করতে পারে না। কিন্তু আমি সব কিছু চাই এবং আমি বিশ্বাস করি যে কেউ চাইলেই এটা পারে। আমিই তার প্রমাণ।’ সূত্র: হিন্দুস্থান টাইমস