স্পোর্টস ডেস্ক: র্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করার দৌড়ে মুখোমুখি অবস্থানে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি! বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হটিয়ে আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেইমারের ব্রাজিল। এদিকে, পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৩ নম্বরে অবস্থান করছে লাল-সবুজের দল।
সবশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে শীর্ষ পঞ্চাশটি দলের মধ্যেই বেশ পরিবর্তন লক্ষণীয়। গত কয়েক সপ্তাহ জুড়ে রাশিয়া বিশ্বকাপ বাছাই ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রভাব স্পষ্ট। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মোট ১৩৪টি ম্যাচ (বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ৬৩টি) বিবেচনায় নিয়ে নভেম্বরের র্যাংকিং প্রকাশ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
যথারীতি শীর্ষে অবস্থান করছে মেসির আর্জেন্টিনা। রেটিং পয়েন্ট ১৬৩৪। কিন্তু, আলবিসেলেস্তেদের সামনে হুমকি হয়ে আসছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে টানা ষষ্ঠ জয় পাওয়া সেলেকাওরা এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে। দু’দলের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৯০।
পূর্ববর্তী পোস্ট