দেশের খবর: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার একটি ডোবা থেকে তিন ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৪ জুন) ভোর ৬টার দিকে উপজেলার গুনধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামের পরশ আলীর বাড়ির ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, জোনাকী (৯), চাঁদনী (৭) ও সাফায়েত উল্লাহ (৪)। তারা করিমগঞ্জ উপজেলার সাকুয়া টেকপাড়ার হেলাল উদ্দিনের সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে বড় খালার বাড়িতে বেড়ানোর জন্য তিন ভাই-বোন জোনাকী, চাঁদনী ও সাফায়েত উল্লাহ মায়ের সঙ্গে উত্তর আশতকা গ্রামের খালু পরশ আলীর বাড়িতে যায়। বাড়ির পাশে খেলা করতে যাওয়ার পর শনিবার (২৩ জুন) দুপুর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আশপাশের পুকুর-বর্ষার পানিতে জাল ফেলে তাদের সন্ধানে তৎপরতা চালানো হলেও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
পরদিন রোববার (২৪ জুন) ভোর ৬টার দিকে বাড়ির পাশের ডোবায় তিন ভাই-বোনের লাশ ভেসে ওঠে।