ট্ট্রগ্রাম পর্বে শেষ ম্যাচে জয়ের পর বিপিএলের তৃতীয় ও শেষ পর্বেও জয়ের ধারা ধরে রেখেছে রাজশাহী কিংস। মিরপুরের হোম অব ক্রিকেটে টুর্নামেন্টের শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে ১২ রানে হারিয়েছে রাজশাহী। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রাজশাহীর ১৬৩ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫০ রান করে রংপুর।
১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুন আলীর ৩৬ বলে তিনটি চার ও চারটি ছয়ে অপরাজিত ৬৩ রান সত্বেও জয় পায় নি রংপুর। মিথুন দলের অন্যান্য ব্যাটসম্যানদের নিয়ে কোন জুটি গড়ার সুযোগ পায়নি।
আর রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই কিছুটা দেখে শুনে খেলছিল রংপুর। সপ্তম ওভারে ওপেনার শেহজাদকে(১৮) বোল্ড করেন নাজমুল ইসলাম।
দলীয় ৬৮ রানে নামির জামশেদ (২৭) রান আউট হলে ব্যাকফুটে যায় রংপুর। তবে রংপুরকে পথ হারাতে দেয় নি মোহাম্মদ মিথুন।তবে ৯৪ রানে সৌম্য ও ১০৭ রানে আনোয়ার আলী আউট হলে পরাজয় দেখতে থাকে রংপুর। শেষদিকে নাইম ইসলাম ও মিথুন চেষ্টা করলেও কেবল পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে।
রাজশাহীর বোলারদের মধ্যে নাজমুল ইসলাম দুটি উইকেট নেন।
এরআগে অধিনায়ক ড্যারেন স্যামির অনবদ্য ৪৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে রাজশাহী কিংস।