ডেস্ক রিপোর্ট: দেবহাটার পারুলিয়ায় শহিদ আবু রায়হান স্মৃতি ক্রিকেট লীগের ৩য় দিনে গাজীপাড়াকে হারিয়ে টাউনপাড়া জয়লাভ করেছে। দক্ষিণ পারুলিয়া ফুটবল মাঠে পারুলিয়া যুব সমাজের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত খেলায় ব্যাটে নেমে টাউনপাড়া ১৪৫ রান করে অপরদিকে গাজীপাড়া একাদশ ৭১ রানে করে পরাজিত হয়। খেলায় টাউনপাড়া একাদশের হাবিবুল্লাহ হাবিব ম্যান অফ দ্যা ম্যাচ হন। আজ সোমবার ঘোষপাড়া ও মাঝ পারুলিয়া একাদশ অংশ গ্রহণ করবে। খেলাটির মিডিয়া পার্টনার “দৈনিক আজকের সাতক্ষীরা”
পূর্ববর্তী পোস্ট