তালা প্রতিনিধি: বুধবার পৃথক ভাবে তালার খেশরা ইউনিয়নে সচেতনতা দায়িত্ববোধের আলোচনা সভা ও নাটক প্রদর্শন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে ও ইউনিসেফের সহযোগিতায় খেশরা ইউনিয়নে হরিহরনগর শেখ পাড়া ও শাহাপুর নিরিবিলি বাজারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ববোধ ও সচেতনতামুলক আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন রাজু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি সদস্য শামসুল হক,আলাউদ্দিন গাজী, শিক্ষক মো. আব্দুল হক, জাগরণী চক্র ফাউন্ডেশনের সি.ফোর.ডি কোঅর্ডিনেটর মোঃ বদরুল আলম ও আরশাফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, শিশু শ্রম প্রতিরোধ, বাল্য বিবাহ সচেতনতা, ঝড়ে পড়া শিশু শ্রমজীবি স্কুল মুখী করা নির্মিত নাটক প্রদর্শন করা হয়। নাটকটি পরিবেশন করেন বুধহাটা অর্নিবান নাট্য সংস্থা।
পূর্ববর্তী পোস্ট