বিদেশের খবর: ভারতের মহারাষ্ট্রে একটি পিকনিকের বাস গভীর খাদে পড়ে ৩৩ জন নিহত হয়েছেন। শনিবার ওই বাসটি রাজ্যের রায়গড় জেলায় আম্বানেলিঘাট পর্বতের খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
পুলিশ জানায়, মুম্বাই গোয়া মহাসড়ক দিয়ে মহাবলেশ্বরে পিকনিকে যাওয়ার সময় রাস্তা থেকে ছিঁটকে ৫শ’ ফুট নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বাসটিতে দাপোলি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৪ আরোহী ছিলেন। এদের মধ্যে মাত্র একজন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, দুর্ঘটনাস্থলের রাস্তাটি গত কয়েকদিনের টানা বর্ষণে বেশ পিচ্ছিল ছিল। সে কারণে রাস্তাটি চলাচলের জন্য বিপজ্জনক হয়ে যায়।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা জানান, বেঁচে ফিরে আসা ব্যক্তি খাদ থেকে রাস্তায় উঠে আসতে সক্ষম হন। এরপর তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।