খেলার খবর: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে হারের পর, রোমার কাছে এটি বার্সেলোনার টানা দ্বিতীয় পরাজয়।
খেলার প্রথমার্ধের ৬ মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে যায় কাতালানরা। ৩৫ মিনিটে, রোমাকে সমতায় ফেরান এল শারাওয়ি। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর পরই আবারো এগিয়ে যায় বার্সা। এ সময় বার্সার নতুন তারকা ম্যালকম গোল করে এগিয়ে নেন কাতালানদের।
৭৮ মিনিটে, রোমার আলেসান্দ্রো ফ্লোরেনজি গোল করে সমতা ফেরান। এরপর, ৮৩ মিনিটে ব্রিয়ান ক্রিসতান্তে গোল করে এগিয়ে নেন রোমাকে। পরবর্তীতে ৮৬ মিনিটে পেনাল্টি থেকে দিয়েগো পেরোত্তি গোল করে, রোমার ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে, এটি রোমার প্রথম জয়। গত ম্যাচে তারা টটেনহ্যামের কাছে ৪-১ গোলে পরাস্ত হয়েছিল।
অন্যদিকে, চ্যাম্পিয়নস কাপে বার্সার এটাই প্রথম হার। ৫ আগস্ট, এসি মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা।