অনলাইন ডেস্ক: অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বন্ধ হয়েছে বিদেশী চ্যানেলে বাংলাদেশী পণ্যের বিজ্ঞাপন। শুক্রবার রাত থেকেই বিদেশী চ্যানেলে বন্ধ রয়েছে বাংলাদেশী পণ্যের সকল বিজ্ঞাপন। সাথে মিডিয়া চ্যানেলগুলো নিজেদের সকল মামলা তুলে নিয়েছে এবং সকল আন্দোলন স্থগিত করেছে।
গত কয়েকদিন ধরে দেশের খ্যাতিমান টেলিভিশন তারাকারা রাস্তায় নেমেছেন ভারতীয় টেলিভিশনে বাংলাদেশী পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করাসহ বাংলায় ডাবিংকৃত বিদেশী সিরিয়াল প্রচারের বিরুদ্ধে। তারা ডাউনলিংকের মাধ্যমে ভারতীয় চ্যানেল অবাধে সম্প্রচার বন্ধেরও জোরালো দাবি তুলেছেন।
ভারতীয় আধিপত্য থেকে দেশীয় বেসরকারি টেলিভিশন শিল্পকে বাঁচাতে গত মাসে গঠন করা হয়েছে দু’টি সংগঠন। সব মিলিয়ে ভারতীয় স্যাটেলাইট টেলিভিশনের আগ্রাসনকে কেন্দ্র করে তোলপাড় চলেছে দেশীয় টেলিভিশন মালিক থেকে শুরু করে এতে যুক্ত অসংখ্য শিল্পী এবং কলাকুশলীদের মধ্যে। তারা শুরু করেছিলেন ঐক্যবদ্ধ আন্দোলন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছিলেন তারা। অবশেষে তাদের দাবি আদায় হলো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে।
পূর্ববর্তী পোস্ট