নিজস্ব প্রতিবেদক: ‘রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিকল্প আছে, সুন্দরবনের বিকল্প নেই এই শ্লোগানে’ রামপালে নয় বিকল্প স্থানে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে শহরের মিনি মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রিমু চত্বরে এক আলোচনায় সভায় মিলিত হয়। জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবির হোসেন, এড. ফাহিমুল হক কিসলু, মইনুল হাসান, স্বপনশীল, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, মিজান, হিরন্ময় মন্ডল, মকবুল, কালিপদ মন্ডল প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের একটি উপকুলীয় মানুষের দুর্যোগ প্রবণ এলাকা। এই সুন্দরনের কারণে এ উপকুলের মানুষ বিভিন্ন সময় ঘটে যাওয়া ঝড়, জলোচ্ছাসসহ নানা ধরনের দুর্যোগের ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে। সুন্দরবন পৃথিবীর সর্ববৃত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবন ও বনের জীব বৈচিত্র কে রক্ষায় সুন্দরবনকে ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্পকে বাতিল করে কয়লা ভিত্ত্কি বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে সুন্দরবন থেকে নিরাপদ দুরত্বে সরিয়ে বিকল্প স্থানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দাবি জানান।