কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে শাহনাজ পারভীন (১৭) নামে এক কলেজ ছাত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফার গাজীর মেয়ে এবং ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। থানা সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শাহনাজ পারভীন সবার অজান্তে নিজ শয়ন কক্ষে ঘরের আড়ায় ওড়নার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মৃতদেহ দেখে থানায় খবর দেয়। উপ-পরিদর্শক হেকমত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং-৪৮, তারিখ: ০৫/১২/১৬।
পূর্ববর্তী পোস্ট