আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে আল্-আমীন যুব সংঘ চত্তরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। শনিবার রাত ৮ টায়।
আলোচনা সভায় আল্-আমীন যুব সংঘের সভাপতি এস.এম.শরিফ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন ২০০৪ সনের ১ লা সেপ্টেম্বর আল্-আমীন যুব সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে সুনাম অর্জন করে আসছে। আমাদের সব থেকে গর্বের বিষয় আমরা আমাদের যুব সংঘের পাশে সংঘের ধর্মপ্রান মুসলিম সদস্য, বাজারের ব্যবসায়ী ও ভাসমান মুসল্লিদের নামাজ কায়েমের জন্য” গোয়ালডাঙ্গা পূর্ব বাজার পাঞ্জেগানা মসজিদ ” সকলের সহযোগীতায় নির্মাণ করেছি। তিনি আরও বলেন কোন ক্লাব বা সংঘ এভাবে তাদের সংঘের পার্শ্বে আল্লাহুর ঘর মসজিদ নির্মাণ করেছে কিনা তার জানা নাই। সংঘের সাংগঠনিক সম্পাদক জি.এম রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি কামাল হোসেন, বি এম আলাউদ্দীন, জি.এম মনিরুল, মহিন গাজী,জি.এম কামাল, জি.এম খালেক, মোঃ হামিদ গাজী, রেজাউল গাজী, আঃ আলিম,শাহিন সরদার, আকবার গাজী, কামরুল সানা, বাবুল সানা, খালেক গাজি, মোঃ আক্কাজ, পলাশ কুণ্ড, বাবু কৃষ্ণ বাছাড়, মাধব রাহা, বাবুসীল, তৈয়েব আলী।উক্ত
সভার সিদ্ধান্ত মোতাবেক যুব সংঘের পাকা স্থায়ী ঘর নির্মাণের জন্য সদস্য প্রতি এক হাজার টাকা আগামী ৩১শে আগস্ট এর মধ্যে মোঃ মনিরুজ্জামান ডালিমের নিকট জমা দিয়ে রশিদ গ্রহন করার জন্য বলা হয়।