নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা ও নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নতুন অফিসে আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, শেখ তহিদুর রহমান ডাবলু, মো. মুজিব হোসেন নান্নু, শেখ জাহাঙ্গীর আলম, মীর মঈনুল ইসলাম, মো.গোলাম মোস্তফা, মোছা. হাসিনা খাতুন, মাওলানা নূর আহম্মদ, মাওলানা তৈয়েবুর রহমান, মোছা. সাজিদা খাতুন ও কাজী সিরাজুল হক প্রমুখ। আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা পরিষদের সভায় শিক্ষার্থীদের পড়াশুনার মান উন্নয়ন, ক্লাসরুম বাড়ানো ও ডেকারেশনসহ সামগ্রীক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা পরিষদের নতুন অফিস উদ্বোধন করা হয় এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট