ডেস্ক রিপোর্ট: মাগুরা সদরের রাউতড়া এলাকায় সন্দেহভাজন দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে নিজের মধ্যে গোলাগুলিতে তারা মারা যায় বলে জানিয়েছে সংস্থাটি।
নিহত দুইজন হলেন, সদরের ভাবনহাটি গ্রামের শাহাদত মোল্যার ছেলে সিবাদুল ইসলাম সিবা (৪২) ও যশোরের নরসিংহপুর এলাকার নুর নবী মোল্যার ছেলে কামাল মোল্যা (৩২)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাউতড়া গ্রামে একটি মাঠে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে শনিবার ভোর চারটার দিকে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ডাকাতরা পালিয়ে যায়।
আহত দুইজনকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত দুইজন আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি ও অপরজনের বিরুদ্ধে পাঁচটি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা, চারটি রামদাসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।