বিদেশের খবর: সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হল মামলা।
দেশটির বিহারের মুজাফ্ফরপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা।
মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতের পাশাপাশি দেশের সম্মানহানির অভিযোগ এনেছেন জনৈক ব্যক্তি।
সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবীর দায়ের করা ওই মামলায় বলা হয়েছে, বৃহস্পতিবার জার্মানিতে এক আলোচনাসভায় রাহুল গান্ধী বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা না হলে আইএস-এর মতো সংগঠন তৈরি হতেই পারে।’ রাহুল গান্ধীর এই মন্তব্য সন্ত্রাসবাদকে মদতের সামিল বলে দাবি মামলা কারীর।
বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে একাধিক আলোচনাসভায় অংশগ্রহণ করেন তিনি। সেখানেই রাহুল গান্ধীর নানা মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার লন্ডনে এক আলোচনাসভায় আরএসএসকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেন রাহুল। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।
রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা
পূর্ববর্তী পোস্ট