দেশের খবর: আগামী নির্বাচনে ১৪ দলের কলেবর বাড়ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছ্নে, জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরীক দলগুলোর জন্য ৭০ আসন ছাড়তে পারে আওয়ামী লীগ।
রোববার (২৬ সেপ্টেম্বর) ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকেই আওয়ামী লীগ সুবিধাজনক আসনগুলোতে তাদের প্রার্থী মনোনয়ন চুড়ান্ত করবে। এলাকায় যাদের জনপ্রিয়তা আছে, জনগণের কাছে যারা অধিক গ্রহণযোগ্য, তারাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাবেন।
বিএনপিকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা পারিস্কার যে গ্রেনেড হামলার সাথে বিএনপি সরাসরি জড়িত। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি।