প্রেস বিজ্ঞপ্তি: সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরাতেও প্রাথমিক শিক্ষক সমিতি (প্যানেল) এর পক্ষ থেকে অবশিষ্ট প্যানেল শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে নিয়োগ বঞ্চিত প্যানেল শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মারুফ হোসেন, আব্দুল হামিদ, নুরল ইসলাম, মাহমুদ, শাহাদাত হোসেন, শিরিন আক্তার, রেবেকা সুলতানা, শাহানারা, জেসমিন নাহার, মমতাজ, মমতাবালাসহ শতাধিক শিক্ষকবৃন্দ। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে নতুন বই। অথচ উচ্চ আদালতের রায় এবং প্রধানমন্ত্রীর নির্দেশের পরে কিছু সংখ্যক প্যানেল শিক্ষকদের নিয়োগ দেওয়া হলেও বাকীদের নিয়োগ দেওয়া হচ্ছে না। গত ৬ই জুন, ২৮ আগষ্ট ও ৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আদেশের পর সারা বাংলাদেশে ২৩ হাজার ৮৭৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এখনও নিয়োগ পেতে বাকী আছে ৮ হাজার ২৩৫ জন। তার মধ্যে শুধুমাত্র সাতক্ষীরা জেলায় বাকী আছে প্রায় ৫ শ জন শিক্ষক। এসকল শিক্ষকদের যাতে দ্রুত নিয়োগ দেওয়া হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। বক্তারা আরো বলেন, এখনও আমাদের নিয়োগ কোন কারনে দেওয়া হচ্ছেনা তা আমরা জানিনা। আমাদের চাকরীর বয়স সীমা প্রায় শেষ। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। মানবন্ধন শেষে শিক্ষকবৃন্দ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলীপি দেন। তাঁর পক্ষে স্মারকলীপি গ্রহণ করেন মনিটরিং অফিসার দীপক কুমার বিশ্বাস।
পূর্ববর্তী পোস্ট