আশাশুনি প্রতিনিধি: প্রতিবন্ধি উন্নয়নে আইজিএ প্রশিক্ষণ প্রাপ্ত উপকারভোগীদের মূলধন সহায়তা প্রদানের জন্য ব্যাংক এবং ঋণদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার সকাল ১০টায় আশাশুনি আইডিয়াল প্রশিক্ষণ কক্ষে লিলিয়েন ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে ডিআরআরএ-এর সহযোগিতায় ও আইডিয়ালের বাস্তবায়নে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইডিয়ালের ফিজিও থেরাপিস্ট সুবব্রত বাছাড়ের সভাপতিত্বে ও কমিউনিটি অর্গানাইজার দেবাশীষ চক্রবর্তীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সোনালী ব্যাংকের অফিসার শেখ আলমগীর করীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও ইডা’র শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শারমিন সুলতানা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আব্দুল ওয়াজেদ, শেখ আলমগীর করবীর, বিউটি মন্ডল, নূর জাহান খাতুন, তানভীর রেজা, মোজাম্মেলক প্রমুখ। সম্প্রতি আইডিয়ালের উদ্যোগে ২০ জন প্রতিবন্ধীকে ছাগল পালন ও বশতবাড়ীতে সবজি চাষ বিষয়ক আইজিএ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সভায় প্রতিবন্ধিদের সরকারিভাবে ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট