দেশের খবর: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে তারা এই ঘোষণা দেন।
এর আগে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় মঙ্গলবার রাত ৮টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বৈঠক হয়। বৈঠক শেষে ড. কামাল হোসেন ও বি চৌধুরী একসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বি চৌধুরী বলেন, ‘জাতির এই ক্রান্তি লগ্নে আমি ডা. বদরুদ্দোজা চৌধুরী এবং সংবিধান বিশেষজ্ঞা ড. কামাল হোসেন ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একমত হয়েছি।’
তিনি জানান, তিন দলীয় যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্যবদ্ধ হওয়ার পর কর্মসূচি প্রণয়নে কাজ করবে চার সদস্যের একটি সাব কমিটি।
সাব কমিটির সদস্যরা হলেন- গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এবং নাগরিক ঐক্যের নেতা জাহিদুর রহমান।
বৈঠকে ড. কামাল হোসেনকে যুক্তফ্রন্টের তরফে সাত দফা সম্বলিত একটি প্রস্তাব দেওয়া হয়।
প্রস্তাবগুলোর উল্লেখযোগ্য অংশ হচ্ছে-
১. জামায়াতকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের দলসমূহের ঐক্য জরুরি।
২. বাক-স্বাধীনতা নিশ্চিত করা।
৩. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।
৪. নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।
৫.সংসদ ও সরকারের ভারসাম্য নিশ্চিত করা।
৬. সংসদ ভেঙে দেওয়া এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা।
৭.নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক কর্মীকে গ্রেফতার না করা এবং সকল রাজনৈতিককর্মীর মুক্তি নিশ্চিত করা।
বৈঠকে গণফোরোমের পক্ষ থেকে যুক্তফ্রন্টের নেতাদেরও সাত দফা দাবি দেওয়া হয়।