নিজস্ব প্রতিবেদক : বাংলাদশে আওয়ামীলীগ জেলা শাখার আয়োজনে স্বাধীন বাংলাদশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা এমপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস রিফাত আমিন, সহ সভাপতি এড. এস এম হায়দার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. অনিত মুখার্জী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকাত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবু সাঈদ, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজীত সাধু, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য মীর মোশাররফ হোসেন মন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লাইলা পারভীর সেঁজুতি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, এড. সাইদুজ্জামান জিকো, জেলা তরুনলীগের সভাপতি শাহানুর ইসলাম শাহিন, জেলা তাঁতীলীগের আহবায়ক সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন, পৌর আওয়ামীলীগের কার্যকারী সদস্য সবুর খান, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ড পেতাম না। যে নেতার জন্য লাল সবুজের পতাকা পেলাম সেই নেতাকে যারা নির্মমভাবে হত্যা করেছিলো তাদের উদ্দেশ্য কখনও সফল হবেনা। বঙ্গবন্ধু নেই কিন্তু তার স্বপ্নের দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। জাতির জনককে হত্যা বাংলাদেশের জন্য একটি কলঙ্ক অধ্যায়। বঙ্গবন্ধুকে হারিয়ে বাংলাদেশের যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা কখনও পুরন হওয়ার নয়। বক্তারা আরো বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। সর্বদিক দিয়ে বাংলাদেশ আজ উন্নতির শিখরে উঠে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হয়। শুধুমাত্র শেখ হাসিনা সরকারের আমলেই বাংলাদেশেই বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বক্তারা আরো বলেন,¡ ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আর এবারের যুদ্ধ হবে সেই সময়ের দোসর জামাত-বিএনপি চক্রের বিরুদ্ধে। আগামী মহান জাতিয় সংসদ নির্বাচনে জামাত-শিবির চক্রকে প্রতিহত করতে আমাদের মাঠে থেকে কাজ করতে হবে। একাদশ জাতিয় নির্বাচনে সাতক্ষীরায় নৌকা প্রতিকের প্রার্থী যাকে দেওয়া হোক না কেন সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
জাতীয় শোক দিবসে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট