অনলাইন ডেস্ক: কুকুর মানুষের মেজাজ বুঝতে পারে। গবেষকরা এবার জানিয়েছেন, ছাগলও বুঝতে পারে একজন মানুষ খুশি না রাগান্বিত। লন্ডনের কুইন মেরি ইউভার্সিটির অ্যালান ম্যাকএলিগোটের নেতৃত্বে একদল গবেষক বিষয়টি প্রমাণ করে দেখিয়েছেন।
গবেষণাটি করার সময় এতে নমুনা হিসেবে ব্যবহৃত ছাগলের সামনে একই ব্যক্তির রাগান্বিত মুখভঙ্গি ও হাসিমাখা প্রফুল্ল মুখের ছবি আলাদা-আলাদা টাঙানো হয়।
তখন দেখা যায় যে, রাগী-রাগী ছবির চেয়ে হাসিমাখা মুখের ছবিটির দিকে বেশি আকৃষ্ট হয় এবং এই ছবিটির সাথেই ছাগলটি অপেক্ষাকৃত বেশি সময় কাটায়।
গবেষকেরা সিদ্ধান্তে আসেন, কুকুর বা ঘোড়ার মতন পোষা প্রাণীগুলোই যে শুধু মানুষের মুখের অভিব্যক্তি বুঝতে পারে এমন নয়। বরং ছাগল বা অন্যান্য প্রাণীরাও মানুষের মুখের হাবভাব খুব ভালো বুঝতে পারে। গবেষণার ফলাফল রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। সূত্র: বিবিসি বাংলা
হাসিখুশি মানুষ পছন্দ করে ছাগল
পূর্ববর্তী পোস্ট