অনলাইন ডেস্ক: অ্যামাজনের গহীন জঙ্গলে খোঁজ মিলেছে নতুন এক নৃ-গোষ্ঠীর। যাদের সাথে বহির্বিশ্বের কোনো যোগাযোগই ছিল না। এই বিচ্ছিন্ন জাতিটির সন্ধান দিয়েছে একটি ড্রোন। ড্রোনে ধারণ করা একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নতুন এ তথ্য পাওয়া গেছে।
ড্রোনে ধরা পড়া ওই জায়গাটি জাভারি নদীর উপত্যকা। এটি পেরু ও ব্রাজিল সীমান্তের খুব কাছাকাছি একটি জায়গা। ব্রাজিল সরকারের ইন্ডিজিনাস সংস্থা ‘ফুনাই’ ড্রোনের ভিডিওগুলো ধারণ করেছে।
ড্রোনের ভিডিওতে দেখা যায়, গাছ দিয়ে আচ্ছাদিত একটি জায়গা। সেখানে কয়েকজন মানুষ হাঁটাহাঁটি করছেন। হাঁটাহাঁটি করা মানুষদের মধ্যে একজন ঘুরছেন বর্শা নিয়ে। সেখানে পাম গাছ ও খেজুর গাছ দিয়ে তৈরি বাড়ি, পাথর দিয়ে তৈরি ধারালো অস্ত্র যার হাতল কাঠের, এছাড়াও কুঁড়েঘরের দৃশ্য দেখা গেছে। এ ছবিগুলোও প্রকাশ করেছে ‘ফুনাই’।
ড্রোন ক্যামেরায় ধারণ করা চিত্র ‘ফুনাই’ বলছে, এ অঞ্চলের আটটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ রয়েছে। এছাড়াও কমপক্ষে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে যাদের সঙ্গে বহির্বিশ্বের কোনো যোগাযোগ নেই। তারা বিচ্ছিন্ন।
অ্যামাজনে নতুন নৃ-গোষ্ঠীর সন্ধান
পূর্ববর্তী পোস্ট